সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘরবাড়ি সাজানো হয়েছে রঙ-বেরঙের কাপড় দিয়ে। বাড়ির সামনে তৈরি করা হয়েছে মনোরম গেট। দেখলেই বোঝা যায়, কোনো অনুষ্ঠানের জন্যই এমন সাজসজ্জা। বলা হচ্ছে, শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের খোরশেদ আলমের বৌভাতের কথা।
খোরশেদ আলম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তার বয়স ২৮ বছর। অর্থাভাবে ৫ম শ্রেণির বেশি পড়তে পারেনি তিনি। জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর আগে তিনআনী বাজারস্থ একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিকের কাজে যোগ দেন। সেখানেই এখনও কাজ করেন তিনি। তবে শুরুতে কাজ পেতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান বর খোরশেদ আলম।
খোরশেদের বাবা-মা জানান, প্রথমে তার ছেলের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। মেয়ের পরিবারও অস্বচ্ছল বলে এই বিয়ে হয়েছে।
খোরশেদ একজন প্রতিবন্ধী হয়েও জীবন লড়াইয়ে পিছিয়ে পড়েনি। বেছে নেননি ভিক্ষাবৃত্তির মতো কোনো পেশা। তাই তিনি একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করে বর্তমানে একজন দক্ষ মিস্ত্রি হয়েছন বলে জানায় এলাকাবাসী।
বর মাত্র সাড়ে ৩ ফুট লম্বা। তবে কনে প্রায় ৫ ফুট লম্বা। তাদের বিয়ে দেখতে আশপাশের এলাকার ৫ শাতাধিক মানুষ ভিড় জমায়। অনেকে তাদের সঙ্গে সেলফিও তোলেন।
এইউ