সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বড়াইগ্রামে পৃথক ঘটনায় মাটির দেয়ালচাপা পড়ে ও গোসলে গিয়ে নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা গ্রামে নিজ বাড়িতে মাটির দেয়াল ভেঙে গায়ের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ আম্বিয়া খাতুন (৫০)। তিনি ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী।
অপরদিকে একই সময় উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লুইস গেইট এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ উর্মি খাতুন (১৯)। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। নিহত উর্মি ওই এলাকার রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী। উর্মির ৬ মাসের এক সন্তান রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, নিজ ঘরের দেয়াল লেপার সময় তা ভেঙে ওই নারীর ওপর পড়লে তার মৃত্যু হয়।
অপরদিকে জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, অতিবৃষ্টিতে স্রোত থাকায় নদীতে নামার পর শাড়িতে পা আটকে গেলে ওই নারী ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।
জেবি