সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়ন হয়েছে চুয়াডাঙ্গায়।
রোববার (১৩ আগস্ট) রাতে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ড্রিল শেডে নাটকটি মঞ্চায়ন হয়।
‘অভিশপ্ত আগস্ট’ নাটকটিতে ১৫ আগস্টে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে ছিল ঘাতকরা তা ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি সবার হৃদয় স্পর্শ করেছে।
অভিশপ্ত আগস্ট নাটকটি চুয়াডাঙ্গায় ১২২তম মঞ্চায়ন। বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাট্যদলের ২৩ জন সদস্য নাটকে অংশ নিয়েছে। বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি হাবিবুর রহমান নাটকটি পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ।
জেবি