সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন এবং অস্ত্র মামলার আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ আগস্ট) রায় ঘোষণার পর ওই দুই আসামিকে জেলহাজতে পাঠানো আদেশ দেওয়া হয়েছে।
মাদক মামলার আসামি হলেন-নীলগঞ্জ সাহাপাড়ার মৃত কাশেমের ছেলে বাবুল হোসেন এবং অস্ত্র মামলার আসামি অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের সুরঞ্জনের ছেলে অনিমেষ বিশ্বাস।
যশোর স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানিয়েছেন, ২০১৭ সালের ২৭ মার্চ সকাল ৯টার দিকে যশোর শহরের ঝালাইপট্টি এলাকার আবাসিক হোটেল স্বপ্নপুরির সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ বাবুল হোসেন নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালি থানার এসআই আমিনুর রহমান বাবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৩১ মে এসআই হাবিবুর রহমান মামলাটি তদন্ত শেষে আসামি বাবুল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আসামি বাবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের অতিরিক্ত পিপি অসীম ঘোষ জানিয়েছেন, ২০১২ সালের ১৫ মার্চ সকালে যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামে অভিযান চালিয়ে একটি চাইনিজ পিস্তল ও ৮৭ রাউন্ড গুলিসহ অনিমেষ বিশ্বাসকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাবের তৎকালীন ডিএডি শাহাদৎ হোসেন অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে একই থানার এসআই শরীফ হাবিবুর রহমান আসামি অনিমেষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক সুমি আহমেদ আসামি অনিমেষকে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন।
জেবি