সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন থেকে পাঁচ আগে বিয়ে হওয়া এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বাথরুমের ভেতর দিয়ে ঘরে প্রবেশ করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা
রোববার (১৩ আগস্ট) সকালে ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম রিংকি বেগম (২০)। তিনি একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, উলিপুরের মাঝবিল এলাকায় ৫ মাস আগে রিংকির বিয়ে হয়। তার স্বামী চট্টগ্রামে কর্মরত রয়েছেন। রিংকি ৪ দিন আগে তার বাবার বাড়িতে আসেন। শনিবার রাতে বাড়িতে রিংকিসহ তার দাদি, দাদা ও ভাই ছিলেন। রোববার সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও রিংকির কোনো সাড়া পাচ্ছিলেন না।
তারা আরও জানায়, পরে ঘরের ভেতর ঢুকে রিংকির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে তার ছোট ভাই। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে বাথরুমের দরজা দিয়ে ঘরে ঢুকে রিংকিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, খবর পেয়ে উলিপুর থানার পুলিশ সদস্য, পুলিশ সুপার স্যার ও আমি ঘটনাস্থলে এসেছি। সিআইডি’র ফরেনসিক টিম এসেছে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের আইনে আওতায় আনার জন্য কাজ করছি।
এইউ