সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পরকীয়া প্রেমিক শাহিন শাহকে খাওয়ান প্রবাসীর স্ত্রী হোসনে আরা বেগম। পরে তার গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেন। হত্যার মিশন শেষ হলে ১০ ফুট গর্ত খুঁড়ে শাহিনের মরদেহ পুঁতে রাখেন। দেহ লোপাটে হোসনে আরাকে সাহায্য করে তার ছেলে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে নাটোরের বড়াইগ্রামে শাহিন হত্যার ঘটনায় এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি বলেন, ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হোসনে আরার সঙ্গে শাহিনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটে। এর জেরে অভিযুক্ত শাহীনকে হত্যার পরিকল্পনা করেন হোসনে আরা। একপর্যায়ে গত ৭ আগস্ট রাতে শাহিন হোসনে আরার বাড়িতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হোসনে আরা শাহিনের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে শাহিন অচেতন হয়ে পড়েন।
পুলিশ সুপার তারিকুল বলেন, এরপর হোসনে আরা গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে শাহিনের মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পরে টিউবওয়েল বসানোর নাম করে দুই শ্রমিক দিয়ে ১০ ফুট গর্ত খোঁড়েন হোসনে আরা। সেই গর্তে শাহিনের মরদেহ রাখতে ছেলে আশরাফুল ইসলাম ইমনের (১৪) সহযোগিতা নেন তিনি।
এ ঘটনায় শাহিনের ভাই মো. ফিরোজ শাহ বড়াইগ্রাম থানায় হোসনে আরা এবং তার ছেলে ইমনসহ অজ্ঞাত আরও দুইজনের নামে মামলা করেছেন।
এইউ