সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্কে একটি ভবনের বাইরের অংশে রং করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের একমি গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর পাঁচতলা ইউটিলিটি ভবনের চারতলায় রঙের কাজ করছিলেন তিনজন রংমিস্ত্রি। এদের মধ্যে দুজন রশিতে ঝুলে রং করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল ৯টার দিকে রশি ছিঁড়ে ৯০ ফুট ওপর থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই রংমিস্ত্রির মৃত্যু হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরশাদ কবির বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালে দুজন লোককে নিয়ে এলে আমরা তাদের মৃত ঘোষণা করি। তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা দুজনই রঙের কাজ করেন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, রং করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি