সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় বিস্ফোরণ দ্রব্য, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের বিশেষায়িত ইউনিটটির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাড়িটি থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়া তাদের ওই বাড়িটিতে ৩ জন শিশুও ছিল। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটকরা ‘ইমাম মাহদির কাফেলা’ নামে নতুন একটি সংগঠনের সদস্য বলে জানান আসাদুজ্জামান।
এর আগে রাত ৮টা থেকে উপজেলার কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টি উলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে সিটিটিসি। এরপর শনিবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযান চালানো হয়। আটককৃতদের নামপরিচয় এখনও জানা যায়নি।
সিটিটিসি প্রধান বলেন, অভিযানের সময় বিনা বলপ্রয়োগে তাদের আটক করা হয়। হেফাজতে নেওয়ার পরে আস্তানাটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়। যেগুলো দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তারা বাড়িটিতে আসে। তারা কখনও টাঙ্গাইল ও আবার কখনও বগুড়ার বাসিন্দা বলে পরিচয় দিতেন।
কর্মদা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাহমুদা আক্তার বলেন, যে বাড়িতে অভিযান চালানো হয়েছে তারা ওই বাড়ির স্থানীয় বাসিন্দা নয়। কয়েকদিন আগে তারা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছে।
আরএ