দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানে পাহাড়ের পাদদেশে ও নদীভাঙন এলাকায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৫টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ জনগণ। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত জেলায় পাহাড়ধসে ১০ জন নিহত, ১৫ হাজার ৮০০ পরিবারের প্রায় ৬০ হাজার জনগণ ক্ষতিগ্রস্ত, তিন হাজার ৫৭৮টি পরিবারের প্রায় ১৫ হাজার জনগণ আংশিক ও আট হাজার ২৫৩ হেক্টর ফসলি জমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবান সদরে মধ্যমপাড়া আহম্মদ্যার কলোনি এলাকার সাঙ্গু নদীর তীর এলাকায় নদীভাঙনে একটি দোতলা বাড়ি ও সাতটি কাঁচাঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
তিনি আরও জানান, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই পাহাড়ের পাদদেশে বসবাসকারী। তাই জেলায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সবাইকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জেলা প্রশাসক।
জেবি