সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় মোক্তারুল ইসলাম (৩৩) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রংপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের মডার্ন মোড় এলাকায় তার ওপর হামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) আনুমানিক রাত ১২টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় একটি রেস্টুরেন্টের পাশে যুবলীগ নেতা মোক্তারুলের ওপর ১০-১২ জন দুর্বৃত্ত হামলা করে। ছুরি দিয়ে তার বাম হাত, ঘাড় ও কোমড়ে আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে একটি পক্ষ তার ওপর এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কারা জড়িত এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
নগরীর তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোক্তারুলের বাবা হাফিজার রহমান জানান, ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। তার ঘাড় থেকে বাম হাতের অবস্থা খুবই খারাপ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের রেফার্ডে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা অশঙ্কাজনক।
জেবি