সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক (২২) নামে এক মসজিদের ইমাম মারা গেছেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হলহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বগুড়া জেলার গাবতলী পৌরশহরের রিমন আলীর ছেলে। তিনি হলহলিয়া গ্রামের জামে মসজিদে ইমামতি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক প্রায় এক বছর আগে ওই মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পাম্পের সুইচ দিয়ে গোসল করতে যান। গোসল শেষে পাম্পের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী লায়লা বেগমও আহত হন। ঘটনাস্থলে প্রতিবেশীরা ওমর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী জুমার নামাজ পড়াতে যাওয়ার আগে পাম্প চালু করে গোসল করছিলেন। গোসল শেষে সুইচ বন্ধ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মসজিদের ইমাম মারা গেছেন। তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহত ওমর ফারুকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
জেবি