সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুর পৌর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণ সালান্দা বাবুর বাজার এলাকার নারায়ণ মুরমুর ছেলে মঙ্গল মুরমু (৫৫) ও তার স্ত্রী মালতী মার্ডি (৪৫)।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকের চালক ও তিনজন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্বামী-স্ত্রী মারা যান। আহত ইজিবাইক চালকসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি