সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় মো. আরশাদ ওরফে এরশাদ (৫২) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এরশাদ উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার মৃত জহুরুল আলমের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামি সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। সব কটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেবি