সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার পুলিশ এবং জেলা বিএনপি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় কয়েকজন অনুসারী নিয়ে গোপন বৈঠক করেছিলেন কাজী মোস্তাক হোসেন। ওই বৈঠকে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার পরিকল্পনা করা হয়। এমন অভিযোগে বৈঠকের পরদিন বিশেষ ক্ষমতা আইনে মোস্তাকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় গতকাল রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচবাজারের সামনে থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়।
তবে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল ওরফে রনি বলেন, এ মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। এজাহারে যুবদল নেতা মোস্তাক হোসেনের নাম উল্লেখ ছিল না। অথচ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এজাহারে নাম না থাকলেও পরবর্তী সময়ে তদন্তে মোস্তাক হোসেনের সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আজ দুপুরে আদালতে আসামিকে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেবি