সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের কেশবপুরে পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তানিয়া খাতুন (২২)। তিনি উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের ফিরোজ বিশ্বাসের মেয়ে। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানিয়া খাতুন সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। গোসলের সময় তিনি ওই পুকুরের পানিতে ডুবে যান। পুকুরপাড়ে তানিয়ার জুতা দেখে এলাকার এক নারী তার বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
তানিয়ার বাবা ফিরোজ বিশ্বাস বলেন, ‘তার মেয়ের ছোটবেলা থেকে মৃগীরোগ ছিল। পুকুরে গোসলে নেমে ডুবে তানিয়া মারা গেছে।’
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, ‘পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটি ছিল মৃগীরোগী। এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই।’
জেবি