সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের সময় সুমন (৩৫) নামে এক যুবককে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মুড়োতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দল রাস্তায় গাছ ফেলে একটি ভ্যানের যাত্রীদের টাকা ছিনতাই করে। যাত্রীরা চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে। এ সময় ছিনতাইকারীর দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সুমনকে ধাওয়া করে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
গণপিটুনিতে আহত সুমন কুষ্টিয়া সদর থানার আমলাপাড়ার মৃত ফরহাদ হোসেনের ছেলে। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে সুমনকে হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই পুলিশ তার নাম-ঠিকানা জানতে পারে।
পদ্মবিলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড (ইউপি) সদস্য হুমায়ন কবির জানান, মুড়োতলার মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেট দেয় পাঁচ-ছয়জনের একটি ছিনতাইকারী দল। তারা কয়েকজনের থেকে ছয়-সাত হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি।
তিনি আরও বলেন, কুশোডাঙ্গা গ্রামে এক ব্যক্তির জানাজা শেষে ওই সড়ক দিয়ে ভ্যানযোগে কয়েকজন বাড়ি ফিরছিলেন। ছিনতাইকারীরা ভ্যানের গতিরোধ করলে যাত্রীরা বিষয়টি বুঝতে পারে। এসময় চিৎকার করলে ছিনতাইকারীরা পালানোর সময় তাদের একজনকে ধরার পর গ্রামবাসীরা গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, সড়কে গাছ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে কয়েকজনের একটি দল ছিনতাইয়ের চেষ্টা চালায়। গ্রামবাসী একজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পুলিশ একজনকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।
জেবি