সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় আহত অবস্থায় পূজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট নগরের দাঁড়িয়াপাড়ার অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় ওই হামলার ঘটনা ঘটে। ফেসবুকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে সমালোচনা করার জেরে ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।
জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে করে দাঁড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা পূজনের বাড়িতে ও দোকানে হামলা চালান। এসময় পূজন বাসায় ছিলেন না। হামলার খবর শুনে তিনি বাসায় আসার পথে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে পূজন আহত হন। পরে হামলাকারীর মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট পূজন জানান, সিলেট জেলা ও মহানগরের ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট করেন। পরে নিয়র নেতাদের অনুরোধে তিনি পোস্ট মুছে ফেলেন। এই পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে তার বাসায় হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, হামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ নেতৃত্ব দেন। তাদের সঙ্গে ছাত্রলীগ নেতা জিয়ান, রিফাতসহ অন্তত তিন শতাধিক নেতাকর্মী ছিলেন।
পূজন আরও জানান, হামলায় তিনি ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জানতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনকে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, তিনি এখনো বিষয়টি জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, হামলার ঘটনা এখন পর্যন্ত তিনি জানেন না। তবে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। তবে কেউ এ বিষয়ে থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি