সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাওলা ত্রিপুরা সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়ার সরবিন্দু ত্রিপুরার ছেলে। ধারণা করা হচ্ছে উজান থেকে বন্যার পানিতে ভেসে মরদেহটি মাচালং নদীর পাড়ে এসে আটকায়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সকালে মরদেহটি নদীর পাড়ে দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশকে জানাই, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে মৃতের পরিবারের সদস্যরা মরদেহটিকে শনাক্ত করে।
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, আমরা খবর পাওয়ার পর আমাদের টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত চলছে। মৃতের স্ত্রী আবু ত্রিপুরা তাকে শনাক্ত করেছে। মৃত্যুর কারণ আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত সাপেক্ষে বলা যাবে।
জেবি