সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত ডোবা থেকে মো. রিয়াজ উদ্দিন (১৬) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কিশোরের অটোরিকশার সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে কাদির হানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট রোডের হেঞ্জুর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুর গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতো।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে রাস্তার পাশে পরিত্যক্ত ডোবায় এক কিশোরের গলাকাটা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মরদেহটি অটোরিকশাচালক রিয়াজের বলে শনাক্ত করে পথচারীরা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তার অটোরিকশা উদ্ধার কিংবা হত্যায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। অচিরেই এ হত্যার রহস্য উন্মোচিত হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
জেবি