সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহম্মেদ জীবননগর পৌর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন হুমায়ুন আহম্মেদ। পথে পেয়ারাতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি অবৈধ যান লাটাহাম্বারের (স্থানীয় যান) পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে যশোরে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেবি