সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে প্রায় ৮০ লাখ টাকার মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এবং বন্দর থানাধীন কলসী দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার মো. সোয়াইব সরকার (৪৮), কক্সবাজার জেলার মো. দিলদার ওরফে নাইগ্যা (৪১), মো. তৈয়ব (২৮) ও মো. রফিক (৪০)।
তারা কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদকপাচার করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ সোয়াইব ও দিলদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কলসী দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে রফিক ও তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তাররা যাত্রী সেজে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদকপাচার করে আসছিলেন। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭৯ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বুধবার বিকেলে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
জেবি