সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৃত তিন ভাই হলেন শাহাদাত হোসেন (৫০), শহিদুল ইসলাম (২২) ও মনির উল্লাহ (৪৫)।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে তারা জ্ঞান হারালে চকরিয়া সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে দুজনের মৃত্যু হয়।
অপর ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও মারা যান।
চকরিয়ার মাতামুহুী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি