সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে একটি কুকুর একে একে ৪০ জনকে কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতেরা সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেই সঙ্গে এ কুকুর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।
বুধবার (৯ আগস্ট) সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটি কমপক্ষে ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কুকুরের কামড়ে আহত শিউলী আক্তার বলেন, ‘সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এসকে হাসপাতালে নিয়ে আসে। পায়ে খুব ব্যথা করছে। হাসপাতালে এসে দেখি কুকুরটি আরও অনেককেই কামড় দিয়েছে।’
গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম নামে আহত আরও একজন বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে দাঁড়াইছি তখন একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। ওই সময় আরও কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। পায়ে কামড় দিয়েই আরেকজনকে কামড় দেয়। পরে লোকজন আমাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।’
শফিকুল ইসলাম নামে আহত আরও একজন বলেন, ‘পাগলা কুকুরটি আমাদের এলাকার বেশ কয়েকজন মানুষকে কামড় দিয়ে আহত করেছে। এটির জন্য এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঘর থেকে খুব একটা মানুষ বের হচ্ছে না কেউ। আমি দৌড়ে পালাতে গিয়েও ওর কামড় থেকে রেহাই পায়নি। প্রয়োজনীয় উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
এ বিষয়ে এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ বলেন, ‘আজ (বুধবার) সকালে গোইলকান্দি ও জামতলা মোড় থেকে কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। তাই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন কুকুর, বিড়াল এবং শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে। কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।’
কুকুরের উপদ্রব কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেবি