দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই ফোন করা হয় নড়াইল ফায়ার সার্ভিসের অফিসে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে অনেক দেরি করে ফেলে। যে কারণে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০-৮০ লাখ টাকা হবে।
ক্ষতিগ্রস্তরা হলেন-পাইকারি ধানের ব্যবসায়ী মো. আকতার হোসেন, পাইকারি মুদি ব্যবসায়ী মহাসিন সিকদার, ফার্মেসির মালিক পশু ডা. সঞ্জিত সরকার ও চালের দোকানের মালিক নিতিশ চৌধুরী।
তুলারামপুর বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো আগুন নেভাতে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। নড়াইল যশোর হাইওয়ে রোডের পাশে তুলারামপুর বাজার নড়াইল থেকে মাত্র ৭ কিলোমিটারের রাস্তা। এখানে আসতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে ৪০ মিনিট। আর যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্টার্ট দিতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ বিষয়ে যেন তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা দেরি করে যাওয়ার বিষয় অস্বীকার করে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়েছি রাত ৯.৪০ মিনিটে আমাদের গাড়ি বাজারে পৌঁছেছে ৯.৫৫ মিনিটে। ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্টার্ট দেওয়ার বিষয়ে বলেন গাড়ির ডায়নামায় সমস্যা হয়েছিল। আর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ লাখ টাকা।
জেবি