সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাভারের একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ শামীম (২১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফেজ শামীম নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মাসুদের ছেলে। তিনি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদরাসায় শিক্ষকতা করতেন। আর ওই মাদরাসার চার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েক মাস ধরে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চার শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিলেন হাফেজ শামীম। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দেয় ওই শিক্ষার্থীরা। পরিবারের লোকজন ঘটনা জানার পর সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে সকালে অভিযান পরিচালনা করে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান বলেন, এটা ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি হওয়া উচিত।
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল-আমিন হাওলাদার বলেন, বাদী জাকির হোসেনের দায়ের করা মামলায় বিবাদী শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি