সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কর্ণফুলীর ভোলাশাহ্ মাজার এলাকার একটি পরিত্যক্ত জমিতে দুটি গরুর মাথা ও হাড় পাওয়া গেছে। গরুর মালিক পরে সেটি তার গরু বলে শনাক্ত করেন। গরুর মালিক মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত, রাতে গোয়ালঘর থেকে গরু দুটি চুরি করে এখানে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।
গত রোববার ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী এলাকায় সাইফুর রহমানের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গরু দুটির মাথা ও হাড় পাওয়া যায়।
চট্টগ্রামের আনোয়ারায় ব্যাপক হারে বেড়েছে গরু চুরি। প্রায় প্রতি রাতেই বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। আতঙ্কে রয়েছেন ওই এলাকার চাষি ও খামারিরা। গরু চুরি ঠেকাতে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। তবে একের পর এক চুরির ঘটনা ঘটলেও গরু উদ্ধার বা চোর গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত চাষি সাইফুর রহমান বলেন, ‘গরু চুরির ভয়ে রাতে ঘুমাতে পারি না। একটু আওয়াজ হলে উঠে পড়ি। রাত জেগে খামার পাহারা দিতে হয় আমাদের। চোরেরা তাদের কৌশল পাল্টিয়ে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে বাড়ির পাশে নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে। আর রেখে গেছে গরুর মাথা আর হাড়। প্রতিটি গরুর দাম এক-দেড় লাখ টাকা। সহায়-সম্বল বিনিয়োগ করে ও ঋণ নিয়ে গরু পালন করেছি। মাথা আর হাড়গুলো সকালে এলাকার এতিমখানায় দেওয়া হয়েছে।’
এর আগে গত ১৪ জুলাই রাতে উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পূর্ব বটতলী গ্রামের সিরাজ উদ্দীন বলির বাড়ি ইয়ার মুহাম্মদ আনোয়ারের (৫০) চুরি হওয়া গরুর মাথা আর পা রেখে যাওয়ার ঘটনাও ঘটে। এরপর গত ১৮ জুলাই ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নে খানবাড়ির কৃষক কালা মিয়া নামে এক ব্যক্তির আনুমানিক ১ লাখ টাকার একটি গরু চুরি করে পাশের পাহাড়ি এলাকায় জবাইকৃত গরুর চামড়া, মাথা ও নাড়িভুঁড়ি রেখে যায়।
এদিকে গরু চুরির অভিযোগ পেয়ে গত শুক্রবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় একটি জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী থানার ওসিকে গরু চুরি ঠেকাতে কঠোর নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘আজকে গরু চুরির ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। দুটি গরু চুরির মামলায় চিহ্নিত চার চোরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আমরা নিয়মিত টহল জোরদার করেছি।’
জেবি