সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে শহরের গোয়ালচামট মিয়াপাড়া সড়কে সাবেক কাউন্সিলর বাচ্চু মিয়ার বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান। এ সময় নকল পণ্য তৈরির কারখানা মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
রাসেল চোকাদার ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের বসিরউদ্দিন চোকদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল চোকদার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী তৈরির কাঁচামালসহ বিপুল প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়। কারখানাটিতে দেশি বিদেশি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করতেন রাসেল চোকদার।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল মালামালগুলো জব্দ করা হয়।
জেবি