সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহড়া এলাকার তেলিহাটি ভূমি অফিসের সামনে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত ময়মনসিংহের গফরগাঁও থানার চরআলি ভাটিপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রিফাত শ্রীপুরের রেজাউলে বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।
আহতরা হলেন- শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ (২৩), ময়মনসিংহের পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮) ও আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, সোমবার (৭ আগস্ট) সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিকবাহী বাসটি কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মাওনা অভিমুখী আসা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিফাত মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএ