সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক যুবককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত মুশরীন ইসলাম হৃদয় (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের হারুন আখন্দের ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, নদীতে পড়ার আড়াই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। আজ শনিবার মধ্যরাত ১টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ পুরান বাজার এলাকায় মেঘনা নদীতে পড়ে হৃদয় নামের এক যুবক নিখোঁজ হন। লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্টকে বিষয়টি অবহিত করে। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার রাত সাড়ে ৩টায় ওই এলাকায় নদী থেকে নিখোঁজ হৃদয়কে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্টগার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান পরবর্তী তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেবি