দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পর্যটকের হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। মুন্সিগঞ্জ থেকে বেড়াতে এসে ইজিবাইকে ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বৃহস্পতিবার (৩ আগস্ট) হারিয়ে ফেলেছিলেন কয়েকজন পর্যটক। পরে ইজিবাইকটি খুঁজে বের করে এসব জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
উদ্ধার জিনিসপত্রের মধ্যে ক্যামেরা, আইডি কার্ড, ব্যক্তিগত ব্যবহারের কাপড় ছিল।
ওই পর্যটকদের মধ্যে ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’-এর মুন্সিগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব। তিনি জানান, কলাতলী থেকে ইজিবাইক নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে শহরের দি কক্স সিটি সুপার মার্কেটে যান। এসময় ভুলে ক্যামেরা, আইডি কার্ড ও প্রয়োজনীয় মালামালসহ একটি ব্যাগ গাড়িতে ফেলে নেমে যান। কিছুদূর যেতেই ব্যাগের কথা মনে পড়লে গাড়ির খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহেরীন আলমের শরণাপন্ন হন। এসময় তার পরামর্শে একটা সাধারণ ডায়েরি করার পর পরই অ্যাকশনে নামে ট্যুরিস্ট পুলিশ।
আরাফাত আরও জানান, ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক আবদুস সবুর ফোর্স নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নামেন। পুরো শহর ঘুরে এক পর্যায়ে ঘুম গাছতলা এলাকায় ইজিবাইকটির দেখা মেলে। এসময় চালককে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে জিনিসপত্র বের করে দেয়।
ট্যুরিস্ট পুলিশের বিচক্ষণতায় তার মূল্যবান জিনিসপত্র ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি।
ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহেরীন আলম বলেন, অভিযোগ পেয়েই ফোর্স মাঠে নামে। অগণিত ইজিবাইকের মধ্যে বিষয়টি একটু চ্যালেঞ্জিং মনে হলেও সিসিটিভির ফুটেজ থাকায় ইজিবাইকটি খুঁজে পেতে সহজ হয়েছে। পরে হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে আমরা সর্বদা সচেষ্ট।
জেবি