সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
শিশুটির পরিবার জানায়, বাড়ির বাইরে উঠানে খেলার সময় শিশুটি সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খুঁজে না পেয়ে পুকুরে পড়েছে সন্দেহে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
জেবি