সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর-৪ স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চরডুবাইল চৌরাস্তার মোড়ে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য।
নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়েছেন। আগামী নির্বাচনে আমি তার কাছে নৌকার মনোনয়ন চাইব। নৌকা না পেলেও আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
এর আগে টানা দুই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ফরিদপুরের সংসদ সদস্য নির্বাচিত হন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দুবারই তিনি পরাজিত করেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে।
নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ফাতেমা বেগমের নাতি। নিক্সনের বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী মাদারীপুরের শিবচরের সংসদ সদস্য ছিলেন। তার ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদে চিফ হুইপ।
জনসভায় নিক্সন চৌধুরী বলেন, সংসদ সদস্য হওয়ার পর নির্বাচনি এলাকায় যে উন্নয়ন করেছেন, তাতে আগামী নির্বাচনেও জয়লাভের প্রত্যাশা রয়েছে তার।
আরএ