সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহীর জয়পুরহাটের ক্ষেতলালে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ইকরগাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীগঙ্গা নদীর তীর এলাকায় স্থানীয় কয়েকজন নারী ছাগল নিয়ে গিয়েছিলেন। এ সময় সেখানে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন দুই নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি আশপাশের লোকজন এবং পুলিশকে জানানো হয়।
দুই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ছয়-সাত মাসের গর্ভবতীকে গর্ভপাত করানো হয়েছে। পরে কেউ সকালের দিকে ওই দুই মরদেহ নদীর তীরবর্তী স্থানে ফেলে গেছে। মরদেহ দুটি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে।
জেডএ