সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন খাদ্যগুদামের দুই কর্মকর্তা। রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান।
চিৎলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রকিবুল ইসলাম বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। দুজনের বাড়ি মেহেরপুর জেলায়। তারা মোটরসাইকেলযোগে মেহেরপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।