সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটে সুমন মিয়া নামে এক যুবককে বেধড়ক মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তার সঙ্গীরা। ভারত থেকে আনা মাদক র্যাবের হাতে ধরিয়ে দেবে, এমন সন্দেহে তাকে পেটানো হয়েছে।
রোববার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। নির্যাতনের শিকার সুমন মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
ভিডিওতে দেখা গেছে, সুমন মিয়াকে একটি রুমে আটকে দুজন লোহার রড এবং হাত-পা দিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাকে নগ্ন করে গোপনাঙ্গে পানির বোতল ঝুলিয়ে অভিনব কায়দায় নির্যাতন করা হয়।
জানা যায়, সুমন মিয়া একই এলাকার মিলন মিয়া ও লিমন মিয়ার সঙ্গে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে এ ব্যবসা নিয়ে তাদের সঙ্গে সুমনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৫ জুলাই রাতে সুমনকে আটক করে নির্যাতন করেন লিমন ও মিলনসহ তাদের লোকজন।
এ ঘটনায় গত ২৮ জুলাই সুমন বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার বিষয়ে সুমন মিয়া জানান, তিনি একসময় লিমন ও মিলনের মাদক ব্যবসায় একসঙ্গে কাজ করত। এখন তাদের সঙ্গে মাদক ব্যবসা না করায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে।
অভিযুক্ত লিমন ও মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেডএ