সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাতে ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমিছা বেগম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।
তিনি স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক এরশাদকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। আটক এরশাদ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালান।
রমিছা বেগমের ছেলে রবিন বলেন, মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করতেন। রাতে মা দোকানে যান দুধ কিনতে। এসময় বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২১৩৫৯৫) মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফতুল্লা মডেল থানার এসআই হারেজ শিকদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ চালক এরশাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি