দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরে এক প্রতিবন্ধী যুবতীকে টোপ দিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই ব্যক্তির ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
শুক্ররার (২১ মার্চ) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বাবলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মল হালদারের ২২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে ওইদিন বিকাল সাড়ে তিন টায় স্থানীয় মজিবুর রহমান সরদার ওরফে বেনু (৭০) জোড়পূর্বক বাড়ীর পাশে একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের মধ্যে টেনে নিয়ে দরজা তালাবদ্ধ করে। পরে মেয়েটি ডাকচিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন জানালা ভেঙে তাকে বের করে।
ভাই সুদেব হালদার ও সুবাস হালদার জানান, মজিবুর রহমান ওরফে বেনু বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এর আগের তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা চলমান আছে।
১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বৃষ্টি রানী বলেন, একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের সে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এঘটনায় ওই ব্যবহার করা ঘরে রাতে কোন এক সময় আগুনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, ওই মেয়েটি মজিবুর রহমান সরদারের বিরুদ্ধে এ অভিযোগে মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
কে