দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হচ্ছেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।
জানা গেছে, জেলার মির্জাপুর উপজেলার কাইতলা গরু মহিষের হাটে ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচয়েস গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাথারি গুলি ছুরতে থাকে। পরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ভর্তি ৭৮ লাখ টাকা নিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতরা খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায় বলে জানায় ব্যবসায়ীরা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের ডাকাতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কে