দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ ও জেলা যুবদল মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবদল দাবি করে, উল্টো পথে রিকশা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সাবেক ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি ও যুবদল কর্মী ফজলুল করিম শামীমের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতন্ডা হয়। পরে তাকে আটক করে নির্যাতন চালানো হয় এবং মামলায় জড়ানো হয়।
অপরদিকে, জেলা পুলিশ সন্ধ্যায় এক প্রতিবাদ লিপিতে জানায়, শামীম ট্রাফিক কনস্টেবলকে মারধর ও সরকারি কাজে বাধা দেন, তাই তাকে আটক করে মামলা দেওয়া হয়েছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক। স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজ বিষয়টিকে তুচ্ছ ঘটনা থেকে বড় ইস্যু বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন। তারা উভয় পক্ষকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন।
এফএইচ/