দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
আটককৃত কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে।
খবর নিয়ে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিল ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।
এ দিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি-ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, 'এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এফএইচ/