দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে জুয়ার আসর বসছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। পরে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহাদাৎ হোসেনের বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা (৫৯), রজব আলীর ছেলে আব্দুল আউয়াল (৫২), নেছার উদ্দিনের ছেলে মামুন খান (৪৩), হাতেম আলীর ছেলে বাচ্চু মিয়া (৫২) ও আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীর (৫৩)-কে গ্রেপ্তার করা হয়।
এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস ও নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে।
তারা হলেন- উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩৭), দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক ও মাগুড়া গ্রামের ওমর আলী। এদের নামে বিভিন্ন অপরাধমূলক মামালায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এ উপজেলায় যত বড় অপরাধী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
আরএ