দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনার রূপসায় ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার রূপসা থানাধীন জাবুসা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে সিরাজুল ইসলাম (৪২), মো. গিয়াস শেখ (৪৪) এবং রনি শেখ (৩০)-কে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়।
আরএ