দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নে মধুরহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ৩১ জানুয়ারি হেলু তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ।’ সেই ফেসবুক পোস্টে ৬৪১ জন রিঅ্যাক্ট ও ৩৬৯ জন কমেন্টস করেছেন। ৩১ জানুয়ারি ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজ এলাকা থেকে গ্রেপ্তার হওয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় তিনটি মামলার আসামি ছিলেন তিনি। গ্রেপ্তারকৃত রাজীব আহমেদ হেলু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তার নামে মামলা দাযেরের পর থেকে বিভিন্ন সময়ে তিনি আত্মগোপনে ছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত রাজীব আহমেদ হেলু নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরএ