দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিন্টু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত ইসহাক আলী খান পান্নার ভাগিনা।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ নভেম্বর বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয়। এ সময় পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের ওপর তারা হামলা করে। ওই ঘটনার জেরে হওয়া মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, চলমান ডেভিল হান্ট অপারেশনে নির্দিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই অংশ হিসেবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএ