দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাখিমাড়া বাজারের আ. রহিমের মা এন্টারপ্রাইজ নামের মশার কয়েলের কাঁচামালের কারখানায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার মাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক মো. রহিম।
তিনি আরও জানান, গতকাল রাত ১০টার দিকে কাজ করে আমি বাসায় চলে আসি। ভোররাতে ফোনে জানতে পেরে কারখানায় গিয়ে দেখি সব আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ধার দেনা করে মিলটি এতদিন পরিচালনা করে আসছি। মিলটি পুড়ে যাওয়ায় আমি অর্থনৈতিক সংকটে পড়লাম।
প্রত্যক্ষদর্শী নাইমুর রহমান রনি বলেন, আজ ফজরের নামাজে আ. রহিম ভাইয়ের দোকানে ধোঁয়া বেরুচ্ছে দেখে আমরা গিয়ে নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে সম্পূর্ণ আগুন নিভাতে সক্ষম হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, খবর পাওয়ার পর পরই আমরা আগুন নির্বাপণের জন্য ছুটে গিয়েছি। ১ ঘণ।টা চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারিনি।
আরএ