সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে ডাকাতির প্রস্তুতির খবরে পুলিশ অভিযান চালাকালে গুলিবর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় নারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে মাজের আলী ওরফে খোকা (৪৮), ক্ষেতলাল উপজেলা দেওগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আ. মাজেদ (২৬), আলমপুরের আবু হায়াতের স্ত্রী মোমেনা খাতুন (২৩) আক্কেলপুর উপজেলার আলি মাহমুদপুর গ্রামের মৃত মহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (২৭) ও ফরিদপুরের কোতয়ালী উপজেলার টেপাখোলা গ্রামের মোতালেব মল্লিকের মেয়ে স্মৃতি আক্তার (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে ডাকাত দলের সদস্য আবু হায়াতের বসতবাড়িতে ১৫/১৬ জন ডাকাত আশেপাশের এলাকায় ডাকাতির জন্য সমবেত হয়। পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ আসে জেলা ডিবি পুলিশ। এমন সংবাদে পুলিশ যৌথভাবে আবু হায়াতের বসতবাড়ি ঘেরাও করে ডাকাত দলের সদস্যদের আত্মসর্মপনের আহ্বান জানান। এসময় ডাকাতরা আত্মসর্মপন না করে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে।
এ ঘটনায় মিজানুর রহমান নামে এক কনস্টেবল গুলিতে আহত হয়। এসময় পুলিশও ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে ডাকাত দলকে প্রতিহত করার চেষ্টা করে। এসময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আরএ