সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতে সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের নকলা থানার রামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে চান মিয়া (৬০) ও রমজান আলীর ছেলে খাইরুল ইসলাম রতন (১৯)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ের পূর্বে মোর্শেদের চায়ের দোকানের সামনের রাস্তার ওপর চেক পোস্ট পরিচালনা করার সময় তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা।
র্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বলেন, মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের কোতোয়ালী মডেল হস্তান্তর করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা সিলেটের হবিগঞ্জ থেকে ব্যবসায়ের জন্য মাদক এনেছিল। তারা শেরপুর যাওয়ার পথে র্যাবের হাতে গ্রেপ্তার হয়।
আরএ