সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশ অফিসে এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর অগ্নিকাণ্ড হয়েছে। জেলা ট্রাফিক কার্যালয় থেকে ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অফিসে ঘুমিয়ে থাকা চারজন ট্রাফিক সদস্য দৌঁড়ে বের হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, পুড়ে ছাই হয়ে গেছে অফিসের সকল নথি ও আসবাবপত্রসহ স্থাপনা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর জানা যাবে।
আরএ