সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য কামাল মাতুব্বরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কামাল মাতুব্বর ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কাদের মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে অর্ধশত মানুষের অভিযোগ রয়েছে। মানবপাচারের ঘটনায় কামাল মাতুব্বরের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্ত করছে সিআইডির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।
জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের বাসিন্দা রাজিব মাতুব্বর, নিজাম সরদার, তাইফুল, তারেক মাতুব্বর। তাদের সরাসরি ইতালী নেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় ১৩ লাখ টাকা। চুক্তি মোতাবেক টাকা দিলেও গত মার্চ মাসে ইতালির পরিবর্তে সবাইকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানে এই যুবকদের বিক্রি করে দেওয়া হয় মাফিয়াদের কাছে। নির্যাতন করে প্রত্যেকের পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণের লাখ লাখ টাকা। কয়েক দফা টাকা দিয়ে কারো কারো মুক্তি হলেও অনেকের খোঁজও পাচ্ছে না পরিবার। এই ঘটনার অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
ভুক্তভোগীদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য পূর্ব কমলাপুর গ্রামের কামাল মাতুব্বর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একদিকে ধারদেনা করে টাকা দিয়ে দিশেহারা পরিবার।
অন্যদিকে আদরের সন্তানদের খোঁজ না পাওয়ায় পাগল প্রায় স্বজনরা। পরে বাধ্য হয়ে ডাসার থানা ও আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে আদালতে আসেন প্রধান অভিযুক্ত কামাল। পরে বাদীপক্ষ হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে কামালকে পুলিশে দেয় এলাকাবাসী।
অভিযুক্ত কামাল মাতুব্বরের ফাঁদে পড়ে নিঃশ্ব অর্ধশত পরিবার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, কামাল মাতুব্বরের বিরুদ্ধে ডাসার থানায় মামলা হয়েছে। সেই মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে রওয়ানা দিয়েছে, তার কাছে আসামিকে হস্তান্তর করা হবে।
আরএ