সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১৫ পিস ভারতীয় ইয়াবা ও ৫০০ পিস টেনসিউইন ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজার রোড সংলগ্ন ব্রিজের পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পারদিল্লানপুর গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে মতিউর রহমান (৫০) ও একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো. রাজীব আলী (৩৮)।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মো. এনামুল হক সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসময় ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৫০০ পিস ট্যাবলেট, একটি ব্যবহৃত মোবইল এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধ শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ১৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে ভারতীয় ৫০০-৬০০ নাগরিক বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয়। এতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা, ককটেল ও তীর-ধনুক নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা করে। এতে একজন বিজিবি সদস্য ও ২৫-৩০ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তবে সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।
আরএ